
আসসালামু আলাইকুম ।
কাজের কথায় ফিরি ।
আমরা সবাই চাই একটি ওয়েব সাইট । কিন্ত টাকা বা অন্য কোনো কারনে ডোমেইন ও কেনা হয় না আর হোস্টি কেনা হয় না ।
অনেক সাইটই ফ্রি ওয়েব সাইট তৈরির সুযোগ দেয় । কিন্তু সেখানে ভাল সুযোগ সুবিধা পাওয়া যায় না ।
তাই আজ আমি আপনাকে এমন একটি সাইটের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব সেখানে । আপনি বিভিন্ন সুযোগ পাবেন । এমনা একটি সাইট হলো Blogger । এখানে আপনি আপনার ব্লগে সাইট পাবেন একদম বিনা মূল্যে । এখান থেকে আপনি আপনার সাইট বানালে । আপনার সাইটের নামের শেষে blogspot যোগ করা হবে । উদাহরণ: www.your site name.blogspot.com । আপনি হয়তো বুঝতে পেরেছেন ।
এখন আপনি আপনাদের দেখাব যে কিভাবে আপনি এখান থেকে আপনার সাইট বানাবেন ।
প্রথমে বলে নেই এটি গুগলের একটি সেবা । তাই আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে । আপনার জিমেইল একাউন্ট নেই চিন্তা করবেন নাএখানে যান । উপরে Create new account এ ক্লিক করুন । এখন একটি ফরম ফিলআপ করতে হবে । ফরমে আপনার যাবতীয় তথ্য দিন । এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিকেট করুন আর হয়ে গেল আপনার জিমেইল একাউন্ট ।
এখন আসি সাইট এর কথায় প্রথমেBlogger এ যান । এর পর আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিন ।
ঢুকে গেলেন ব্লগারে । এখন লেখা আছে New Blog এ ক্লিক করুন ।
এখন আসবে আপনার সাইটের শিরোনাম এর পালা । আপনার মনের মতো করে একটি শিরোনাম দিন ।
এবার আপনার সাইটের এড্রেস দিন । এড্রেস টা যদি আবেইলেবল থাকে তবে তো ভাল । নইলে অন্য একটি এড্রেস দিন । এমন করে একটি এড্রেস পেয়েই যাবেন ।
শিরোনাম ও এড্রেস তো হলো এবার একটি টেমপ্লট দিন ।
এখানকার দেওয়া টেমপ্লেট আপনার পছন্দ না ও হতে পারে । কিন্তু চিন্তা নেই । পরবর্তীতে আপনি আপনার মনের মতো টেমপ্লট আপলোড করতে পারবেন ।
তো
হয়ে গেল আপনার ব্লগ সাইট ।
আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে আপনি কি করতে পারবেন আর কি পারবেন না ।
১. এখানে আপনি একটি জিমেইল আইডি দিয়ে ১০০ টি ব্লগ খুলতে পারবেন ।
২. এখানে আপনি আনলিমিটেড পোষ্ট করতে পারবেন ।
৩. এখানে আপনি আনলিমিটেড পেজ তৈরি করতে পারবেন ।
৪.এখানে আপনি সবোর্চ্চ ১৫ জিবি ছবি আপলোড করতে পারবেন ।
৫.এখানে আপনি সর্বোচ্চ ২ হাজারটি ট্যাগ দিতে পারবেন ।
আপনি এখানে ছবি নিয়ে চিন্তা করছেন । আপনার সহজে ১৫ জিবি শেষ হবে না । আর হয়ে গেলে আপনি স্পেস কিনতে পারবেন । প্রতি মাসের জন্য ১৫৫ টাকা ।
অনেক কথা হলো আর কিছু জানতে হলে কমেন্ট করবেন ।
চলি ।
ভাল থাকবেন ।
Tune Teach এর সাথে
থাকবেন ।
ConversionConversion EmoticonEmoticon