☆জেনে নিন বিঞ্জানের কিছু মজার তথ্য । মজার বিঞ্জান☆

☆আসসালামু আলাইকুম☆

অনেক দিন কোনো পোষ্ট লেখা হয়নি । আজ লিখতে বসলাম ।


আজ কালের দিনে সবই বিঞ্জান । বিঞ্জান দিয়ে সবই করা যায় । এমনকি ম্যাজিক ও করা যায় । কিন্তু আজ আমি কোনো ম্যাজিকের ভ্যালকি দেখাব না । আমি দেখাব বিঞ্জানের কিছু ক্রিয়াকলাপ ।

তো চলুনঃ----------
---------

☆খরগোশ এবং টিয়া পাখি তাদের মাথা একটুও না নাড়িয়ে পেছন দিকে দেখতে পারে ।

☆প্রজাপতি খাদ্যের উপর দাঁড়িয়ে খাদ্যের স্বাদ গ্রহণ করে । মানুষের যেখানে জিহ্বায় তার স্বাদ গ্রহণ ইন্দ্রিয় থাকে, প্রজাপতির থাকে পায়ে ।

☆তোমার ঘরে ধুলার মধ্যে বেশীর ভাগ হলো তোমার মরা চামড়া । ওয়াক ।

☆যদিও স্ট্যেগোসোরাস ডাইনোসর লম্বায় ৯ মিটার এর বেশী ছিল, তার মস্তিষ্কের পরিমাণ ছিল একটি ওয়ালনাট এর সমান ।

☆মাহশূন্যে মানুষ একটু লম্বা আকার ধারণ করে, কারণ তাদের উপর সেখানে কোন মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, পৃথিবীতে যা তাদেরকে নীচের টিকে টেনে রাখে ।

☆ক্যাঙ্গারু এবং এমু তাদের পায়ের অস্বাভাবিক আকারের জন্য পেছন দিকে যেতে অনেক পরিশ্রম করতে হয় ।

☆একটি জলহস্তী দেখতে বিশাল আকারের হলেও মানুষের চেয়ে দ্রুত গতিতে দৌঁড়াতে পারে ।

☆কাঁটা ওয়ালা ঘড়ি ভেঙ্গে গেলেও দিনে অন্তত দুইবার সঠিক সময় প্রদর্শন করে ।

☆হাঁচি দেয়ার সময় চোখ খোলা রাখা অসম্ভব ।

☆ইংরেজী ভাষার সবচেয়ে দুরূহ জিহ্বার কারসাজি / নড়ানো সম্ভবত এই বাক্যে “Sixth sick sheik’s sixth sheep’s sick”. কয়েকবার বলতে গেছেই বুঝা যাবে কতটা দুরূহ ।

তো বন্ধুরা ।

আজ চলি । একই কথা
Tune Teach এর সাথে থাকবেন ।
☆☆☆☆ ☆☆☆☆
☆ ☆
☆ ☆
☆ ☆
Previous
Next Post »

Translate

Translate