সবার দোয়া নিয়ে শুরু করি ।
আজকের পোষ্টটি হলো আপনার ব্লগ সাইটের দরকারি পোষ্ট আলেক্সা নিয়ে ।
আলেক্সা কিঃ আলেক্স নিয়ে বাড়িয়ে বলার দরকার নেই । তবুও একটু জ্ঞান দিচ্ছি ।
alexa হল একটি ওয়েবসাইট, এর কাজ হল বিভিন্ন সাইটের ট্রাফিক সম্পর্কে হিসাব রাখা এর মাধ্যমে আপনি সহজেই যে কোন সাইটের ট্রাফিক বা এর ভিজিটর সম্পর্কে জানতে পারবেন ।
কিভাবে আলেক্সাতে একাউন্ট খুলবেন । আর আলেক্সাতে আপনার সাইট সাবমিট করবেনঃ প্রথমে এখানে যান । লিংকটিতে গেলে দেখবেন একটি বক্স । বক্সে আপনার সাইটের লিংকটি দিয়ে Counting এ ক্লিক করুন । এবার একটি পেজ আসবে যেখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড চাইবে ।
যদি আপনার একাউন্ট থাকে তবে দিন না থাকলে । ভাল করে দেখুন ইমেইল বক্সের নিচে দুটি অপশন দেখতে পারবেন ।
প্রথম অপশনঃ No,I am new user.
এবার প্রথম অপশনে ক্লিক করুন ।
এবার আপনার ইমেইল দিয়ে Counting ক্লিক করে। আপনার মেইল চেক করুন । আপনার মেইলে একটি লিংক চলে গিয়েছে ।
লিংকটিতে ক্লিক করুন । এখন যে পেজ আসবে তাতে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে । মন মত পাসওয়ার্ড দিয়ে Counting এ ক্লিক করুন। ব্যস আলেক্সাতে আপনার একাউন্ট তৈরি ।
এখন যে পেজ আসবে তাতে ১.২.৩ টি অপশন দেখতে পাবেন ঠিক ছবির মত । এখন ২ নং অপশনে ক্লিক করুন ।
২ নং অপশনে ক্লিক করলে ছবির মতন একটি নীল অংশ দেখতে পাবেন । সেটি কপি করে নিন ।
আপনার ব্লগার টেমপ্লেটে যান । টেমপ্লেটের থেকে অংশে কপি করা লেখাটি পেষ্ট করে দিয়ে টেমপ্লেট সেইভ করে বেরিয়ে আসুন ।
এবার আবার আলেক্সাতে গিয়ে verify তে ক্লিক করুন ।
ব্যস আপনার সাইট আলেক্সাতে সাবমিট হয়েছে ।
তাহলে আজ চলি ।
ConversionConversion EmoticonEmoticon