কিভাবে রেস্পন্সিভ থীম চিনবেন । জেনে রাখুন কাজে লাগবে ।

আসসালামু আলাইকুম ।


আজকে আমি একটা ট্রিকস্ শিখবো ।

যার দ্বারা আপনি সহজে আপনার যেকোনো ব্রাউজার দিয়েই রেস্পনসিভ থিম চিনতে পারবেন । এখনকার বেশিরভাগ ওয়েবসাইট গুলোইতৈরী হয় রেসপনসিভ ভাবে ।

রেস্পনসিভ ডিজাইন হচ্ছে এমন একটি টেকনোলজি । যার দ্বারা একটি সাইট
স্বয়ংক্রিয়ভাবে যেকোন ডিভাইসের স্ক্রীণ অনুযায়ী প্রদর্শিত হয় । তো অনেকেই এইরকম ডিজাইন কেনেন বা বানিয়ে নেয় । এখন আপনার মনে একটা প্রশ্ন জাগলো যে,আমি কীভাবে চিনবো যে এটি আসলেই রেস্পনসিভ ওয়েব ডিজাইন?

এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন । তাও কি এর জন্য আপনাকে আলাদা-আলাদা । ডিভাইসের প্রয়োজন নেই সাথে শুধু একটা কম্পিউটার ব্রাউজার থাকলেই চলবে ।
প্রথমে আপনি যেই সাইট টা দেখতে চাইছেন সেই সাইটে যান । এরপরে আপনার ব্রাউজার দিয়ে জুম(Zoom)করেনZoom করতে কি-বোর্ড থেকেCtrlচেপে ধরে + চাপুনখেয়াল করেন আপনার জুমের সাথে-সাথে সাইটেরও কিছু পরিবর্তন হচ্ছে৷ অর্থাৎ আপনি যত জুম করছেন সাইটটাওই মাপেরই হচ্ছে সাইটের নেভিগেশন মেনুগুলি সহ সম্পূর্ণ ওয়েবসাইট টাই স্মুতভাবে চেঞ্জ হচ্ছে এইসব হলে বুজবেন সাইটের ডিজাইনটি রেস্পনসিভ ।
আর তা নাহলে,যদি দেখেন সাইটটা অনলি সামনের দিকে জুম হইতেছে কোন পরিবর্তন নেই তাহলেই তা নন রেস্পনসিভ ওয়েব ডিজাইন ।

আশা করি এই পোস্টটি আপনাদের কাজে আসবে ।

ভাল থাকবেন ।
Tune Teach এর সাথে থাকবেন ।
Previous
Next Post »

Translate

Translate