ব্লগার না ওয়ার্ডপ্রেস । কোনটা ভাল । জেনে নিন ।

নতুন বছরের শুভেচ্ছা জানাই।
সুখে থাকুন 2016 তে ।



ব্লগার এবং ওয়ার্ডপ্রেস , ব্লগারদের কাছে অত্যন্ত জনপ্রিয় ।
এই ব্যবস্থা দুটিতেই বিনামুল্যে ব্লগ তৈরী করা যায় ।

সাইট দুইটি আমাদের মত ছোট খাট । ব্লগারদের জন্য একদম পারফেক্ট ।

শুধু আপনার একটি ইমেই আইডি থাকলেই ব্লগের মালিক হবেন । ডোমেন কিংবা হোষ্টিং এর খরচ নেই ।

যদি আপনার ব্লগটি Bloger দিয়ে খুলেন তবে । আপনার সাইটের নামের পরে blogspot থাকবে । অথবা যদি wordpress দিয়ে খুলেন । তবে আপনার সাইটের নামের পরে wordpress লেখা থাকবে ।

কিন্তু তাতেই বা কি আসে যায় ! ওয়েবসাইটে মুলত ভিজিটর আসে সার্চ ইঞ্জিন ব্যবহার করে , সার্চের মাধ্যমে তারা ওয়েব এড্রেস নিয়ে মাথা ঘামায় না ।


দুটি সাইটে রয়েছে নিজস্ব সুবিধা এবং অসুবিধা । আপনার জন্য কোনটি উপযোগি তা ঠিক করার জন্য আপনার সুবিধা ও অসুবিধা গুলি জানা খুবই গুরুত্বপুর্ণ ।

দুটি সাইটের সুবিধা এবং অসুবিধা গুলি দেখা যাক ।
ওয়ার্ডপ্রেসের সুবিধেঃ-
১.ওয়ার্ডপ্রেস অত্যন্ত শক্তিশালি সিএমএস সাইট । নিউ ইয়র্ক টাইমসের মত অনলাইন পত্রিকা এই সাইটের ব্যবহার করে । কাজেই সাধারন ব্লগই হোক আর জটিল কেনাকাটার সাইটই হোক , এখানে সবই করা যায়।

২.বিভিন্ন সার্চ ইঞ্জিনে ব্লগের তথ্য পাঠানোর জন্য কিছুই করতে হয় না । ওয়ার্ডপ্রেস নিজেই এই কাজ করে দেয় ।

৩.ওয়ার্ডপ্রেস ব্যবহারের জন্য রয়েছে অনেকগুলি থিম আপনার পছন্দমত থিম সিলেক্ট করুন এবং ইচ্ছেমত উইজেট সিলেক্ট করুন যাকিছু প্রয়োজন সবই পাওয়া যাবে
৪.আপনি বিনামুল্যে ৩ গিগাবাইট যায়গা পাবেন সাধারনভাবে এই যায়গা যথেষ্ট প্রয়োজনে টাকা দিয়ে এই যায়গা বাড়ানো যায় ।
৫.যে কোনসময় নিজস্ব সার্ভারে ট্রান্সফার করতে পারেন অথবা তাদের টাকা দিয়ে সেখানেও নিজস্ব হোষ্টিং এর সুবিধে পেতে পারেন ।

৬. বিনামুল্যের হোষ্টিং ব্যবহার করলে টেক্সট , ইমেজ , পাওয়ার পয়েন্ট , পিডিএফ ইত্যাদি কয়েকটি ফরম্যাটের বাইরে অন্য ফরম্যাট ব্যবহার করা যায় না করতে চাইলে টাকা দিতে হয় ।
৭.তাদের নিজস্ব থিম ব্যবহার করতে হয় ।
৮. এইচটিএমএল এডিট করা যায় না , ফলে ওয়েব পেজে কোন পরিবর্তন করা যায় না অর্থ দিয়ে ফন্ট জাতিয় কিছু পরিবর্তনের সুযোগ পাওয়া যায়
৯.এডসেন্স , বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করা যায় না , ফলে সাইট ব্যবহার করে আয় করার সুযোগ নেই ।


ব্লগারের সুবিধেঃ-
১. ব্লগার ব্যবহার সহজ রেজিষ্টার করার সাথেসাথেই ব্যবহার করা যায় ।
২.তাদের নিজস্ব থিমের বাইরে যেকোন থিম ব্যবহার করা যায় ।
৩.ইএচটিএমএল এডিট করা যায় ফলে সাইটে যেকোনধরনের পরিবর্তন করা যায় ।
৪.এডসেন্স , বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করে আয় করা যায় ।
৫.ছবি , ভিডিও ইত্যাদি সবকিছুই ব্যবহার করা যায় ।
৬.যায়গার সীমাবদ্ধতা নেই যতটা প্রয়োজন ততটাই ব্যবহারের সুযোগ রয়েছে ।
৭.সফটঅয়্যার ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসরে মত ব্যবহার করা যায় না নিজস্ব ডোমেন ব্যবহার করলেও তাদের মাধ্যমে করতে হয় ।
৮.কোড পরিবর্তনের সুযোগ থাকলেও গুগলের ফর্মূলার সাথে না মেলায় কোড মুছে দেয়ার কুখ্যাতি রয়েছে ।
৯.নিজে থেকে সার্চ ইঞ্জিনে তথ্য যায় না অবশ্য সার্চ ইঞ্জিনের স্পাইডার নিজে সাইট সম্পর্কে তথ্য সংগ্রহের যে কাজ করে তাতে তথ্য সার্চ ইঞ্জিনে যায় ।

আপনি যদি আয়ের কথা চিন্তা করে বা না করে ব্লগিং করতে চান । তবে আপনার Blogger ব্যবহার করা ঠিক করা উচিৎ হবে ।
ব্লগার ব্যবহার করলে আপনার পয়সা খরচ করতে হবে না । উল্টো কামাতে পারবেন ।

আজ আর না চলি ।
Previous
Next Post »

Translate

Translate