বিটকয়েন আয় A-Z টেইন টিউন । পর্বঃ-১ বিটকয়েন কি বিটকয়েনের পরিচয় ।

Image and video hosting by TinyPic আসসালামু আলাইকুম আজ শুরু করলাম বিটকয়েন A-Z পুরা ।

পর্বঃ-১

বিটকয়ে কি পরিচয়ঃ বিটকয়েন হল লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা । ২০০৮ সালে সাতোশি নাকামোতো ছদ্ধনাম ধারি ব্যাক্তি এই মুদ্রার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন । বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে । পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়একটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন উৎপন্ন হয় । ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে । ২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না । ১ বিটকয়েন সমান 381.2 ডলার কি বিশ্বাস হচ্ছে না ? এই লিঙ্ক থেকে দেখে নিন আজকের আপডেটেড রেট । আজকের ১ম পর্ব শেষ হলো । অপেক্ষায় থাকবেন । ২য় পর্বের জন্য
Previous
Next Post »

Translate

Translate