বিটকয়েন আয় A-Z টেইন টিউন । পর্বঃ-২ বিটকয়েন একাউন্ট তৈরি ।

Image and video hosting by TinyPic আসসালামু আলাইকুম বিটকয়েন আয় A-Z টেইন টিউন । পর্বঃ-১ বিটকয়েন কি বিটকয়েনের পরিচয় । আবারো হাজির হলাম আপনাদের সামনে । বিটকয়েন পর্বঃ-২ কিভাবে একটি বিটকয়েন একাউন্ট খুলবেন ? বিটকয়েন একাউন্টঃ বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর । ধাপঃ ১.প্রথমে এই লিঙ্কে যান ।এরপর নিচের মত একটা পেজ আসবে ।Image and video hosting by TinyPic ২. ফরমের ঘর গুলো পূরণ করুন Email(1) এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং Password(2) এর বক্সে আপনার পাসওয়ার্ড দিয়ে Sing up (3) লিঙ্কে ক্লিক করুন । ৩.এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে । আপনার ইমেইলে একটি মেইল চলে গেছে । সেটাতে একটা লিঙ্ক আছে সেটাতে ক্লিক করুন । এখন আপনার বিটকয়েন একাউন্ট তৈরি । ৪.Image and video hosting by TinyPicএখন আপনার বিটকয়েন ওয়ালেটে লগিন করুন । ছবি দেখুন এবার Setting(1) থেকে Bitcoin Addresses(2) এর উপরে ক্লিক করলে । উপরের মত একটা পেজ আসবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন উপরের মত একটা অ্যাড্রেস তৈরি হবে এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন । এটাই আপনার বিটকয়েন ঠিকানা । সাবধানে এটা খুব যত্নে রাখুন । যদি একবার এই ৩৪ অক্ষরের কোডটা হারিয়ে যায় । তাহলে আর ফিরে পাবেন না । তো আজকের মত চলি ।
Previous
Next Post »

Translate

Translate